আমাদের সম্পর্কে

আমাদের সম্পর্কে

প্রকল্প থেকে রাজস্বখাতে স্থানান্তর ফোরামের কেন্দ্রিয় কমিটির সাথে ঢাকাস্থ কমিটির বিভিন্ন বিষয়ে মতানৈক্য থাকায় প্রকল্পের জনবলের সমষ্টিগত স্বার্থে জনাব মো. মমিনুর ইসলাম এর নেতৃত্বে ঢাকাস্থ কমিটি গত 10 সেপ্টেম্বর, 2025 তারিখে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। তারই ধারাবাহিকতকায় গত 12 সেপ্টেম্বর, 2025 তারিখে একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে। ফেসবুক গ্রুপ’টি ঢাকায় কর্মরত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জনবল এবং গত 27 মে, 2025 তারিখে মহামান্য সুপ্রিম কোর্টের সামনে বাস্তবায়িত মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণকৃত জনবলের চাহিদা ও পরামর্শ অনুযায়ী “বাংলাদেশ সিভিল সার্ভিস এসোসিয়েশন”, “টেলিটক এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশন”, “সরকারি কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন”, “সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন” এর আদলে “ডেভেলপমেন্ট প্রজেক্ট এমপ্লয়ীজ এসোসিয়েশন” নামকরণ করা হয়েছে, যা পরবর্তীতে প্রকল্পের জনবলের সংখ্যা গরিষ্ঠতার সমর্থনের ভিত্তিতে পরিবর্তনযোগ্য। এ সংগঠন’টি দেশের সকল মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন /বাস্তবায়িত প্রকল্পের জনবলের স্বার্থে নিয়োজিত আছে। সংগঠন’টি প্রকল্পের জনবলের স্বার্থ রক্ষা, সুবিধাদি, সরকারি হারে বেতনাদি প্রদান, বার্ষিক ইনক্রিমেন্ট, চাকুরি রাজস্বকরণ ইত্যাদি যোক্তিক দাবি নিয়ে পেশাগত শৃঙ্খলা বজায় রেখে সরকারের কাছে উপস্থাপন করে থাকে। সরকারি উন্নয়ন প্রকল্পের কোন জনবল তাঁর পেশাগত তথ্য দিয়ে অনলাইনের মাধ্যমে সদস্য হিসেবে নিবন্ধিত হতে পারে।

যোগাযোগ


ঠিকানা:

চ-38/2, গির্জাগলি, মধ্যবাড্ডা, ঢাকা-1212

মোবাইল:

০১৭২৯-৯৯০৯৯৭, ০১৭১১-৩৩১৩৮৮, ০১৭১৯-৪০৭০৪০

ইমেইল:

dpeaoffice@gmail.com

ওয়েবসাইট:

www.gdpea.org